

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর, রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরসীতা গ্রামের কিশোর মোঃ তমিজ উদ্দিন। ছোটবেলা থেকেই বাবা-মায়ের স্বপ্ন ছিলো,ছেলেকে ইসলামি শিক্ষায় দীক্ষিত করে বড় আলেম বানাবেন।
হঠাৎ বাবা মারা যাওয়ায় অর্থনৈতিক সংকটে সে স্বপ্ন ফিকে হয়ে আসছিলো। বহু কষ্টে ফেনী সদরের বিরুলীয়া ইসলামীয়া মাদ্রাসায় ‘জামাতে মেশকাত’ এর জন্য ভর্তি হলেও মাদ্রাসা থেকে দেয়া লম্বা লিস্টের কিতাব কেনার সামর্থ্য ছিলো না ওর।
পিতৃহীন তমিজ উদ্দিনের পাশে সার্বিক দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালো Team Positive Bangladesh (TPB)। এবার স্বপ্ন পূরণ হবে তার মরহুম বাবার।
শনিবার ১৯ সেপ্টেম্বর পুরো সিলেবাসের ৩০ টি বই তমিজ উদ্দিনের হাতে তুলে দেয়া হয়।
বইগুলো তমিজ উদ্দিনের হাতে তুলে দিয়েছেন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রাব্বানী।
এসময় তিনি ভবিষ্যতেও তমিজ উদ্দিনের লেখাপড়া চালিয়ে যেতে সার্বিক সহযোগীতা করবেন বলে জানান।
গোলাম রাব্বানী বলেন, অনাগত আগামীতেও তমিজ উদ্দিনের লেখাপড়া চালিয়ে নেয়ার নৈতিক প্রয়োজনে আমি এবং টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)এর সকল সদস্য তার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।