পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি আরিফ সাদাত, সম্পাদক আরিফুল রুবেল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে পুঠিয়া রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) নামে নতুন সাংবাদিক সংগঠন গঠন করা হয়েছে।

পুঠিয়ার সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় সাংবাদিক আরিফুল হক রুবেলের পরিচালনায় আজ শনিবার সকাল ১১টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ সংগঠনের কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার স্থানীয় প্রতিনিধি আরিফ সাদাতকে সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আরিফুল হক রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন এ কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক উপচারের রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি দৈনিক রাজশাহীর সময়ের ইকবালুল বাসার খান ইলু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশের আজহারুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল প্রসঙ্গ নিউজের মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাচারের রকিবুল হাসান সনি, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত সকালের মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক নববানী পত্রিকার শাহ সোহানুর রহমান।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দৈনিক প্রান্তজন পত্রিকার গোলাম রাব্বানী, সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার শাহাদত হোসেন, অনলাইন নিউজ পোর্টাল অল নিউজ বিডি ডট কমের মনি রহমান, দৈনিক বিজয় পত্রিকার এম রবিউল ইসলাম এবং সকালের শিরোনাম অনলাইন পোর্টালের বদিউজ্জামান বিপুল।
এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

পোস্টটি শেয়ার করুন