পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য আলাদা সিটি কর্পোরেশন করার প্রস্তাব

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

ট্রিবিউন ডেস্ক: পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য আলাদা সিটি কর্পোরেশন করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্প এলাকার উন্নয়নমূলক কাজ রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামো অনুযায়ী নতুন একটি সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে তারা।

নতুন সিটি কর্পোরেশন হওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ে পূর্বাচলের রক্ষণাবেক্ষণের কাজটি নিজস্ব সাংগঠনিক কাঠামোর অধীনে বাস্তবায়ন করতে চায় রাজউক। এই প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য রাজউক বোর্ডে বিবেচনাধীন আছে। আজ মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাজউক এসব তথ্য জানিয়েছে।

রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬ হাজার ১৫০ একর জমি নিয়ে গড়ে উঠছে পূর্বাচল নতুন শহর। এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। পরে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি বাস্তবায়ন করা হচ্ছে রাজউকের নিজস্ব অর্থায়নে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নাগরিকদের আধুনিক সুযোগ–সুবিধা নিশ্চিত করতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ বা স্বতন্ত্র বডি তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখে একটি প্রতিবেদন দিতে বলেছিল সংসদীয় কমিটি। মঙ্গলবারের বৈঠকে রাজউক এ–সংক্রান্ত প্রতিবেদন দেয়।

এতে বলা হয়, আইন অনুযায়ী রাজউক নির্মিত যেকোনো অবকাঠামো সিটি কর্পোরেশন বরাবর হস্তান্তরের বিধান আছে। কিন্তু পূর্বাচল প্রকল্প এলাকাটি সিটি কর্পোরেশন আওতাধীন না হওয়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তা হস্তান্তর করা যাবে না। এ কারণে প্রকল্পের রক্ষণাবেক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রকল্পটি রক্ষণাবেক্ষণের জন্য স্বতন্ত্র কর্তৃপক্ষ বা পৌরসভা গঠন করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজউক। প্রস্তাবটি গত বছরের ডিসেম্বরে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় গত ফেব্রুয়ারিতে স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের যৌক্তিকতাসহ আবার প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেয়। এখন রাজউক আলাদা একটি সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।

পোস্টটি শেয়ার করুন