পোল্ট্রি ব্যবসায়ীর আড়ালে ফেনসিডিলের রমরমা ব্যবসা..অবশেষে ডিবি পুলিশের হাতে আটক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি মুরগির খামারের আড়ালে ফেনসিডিলের বেচাবিক্রির দায়ে হাতেনাতে ৮০ বোতল ফেনসিডিলসহ এমদাদুল নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান টি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর (ঢুলিপাড়া) এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে এমদাদুল হক ওরফে এনদাদুল হক (৩০)।

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অফিসার ইনচার্জ ওসি বাবুল উদ্দিন সরদার ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আজমতপুরে আসামি এমদাদুলের পোল্ট্রি মুরগির খামারের ভেতর একটি অ্যাপাচি মোটরসাইকেলের সীটের নীচে বিশেষ কায়দায় ফেনসিডিল সাজানোর সময় ডিবি পুলিশ আসামি কে ধরে ফেলে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন