পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মতবিনিময় ও গণসংযোগ করেছেন জালাল উদ্দিন আকবর মুক্তি


ডেস্ক নিউজঃ আসন্ন রহনপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জনগণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আকবর মুক্তি।
শুক্রবার ২ অক্টোবর রহনপুর পৌরসভার বি জি পি ক্যাম্পের সামনে বিকেল ৪ টায় আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন তিনি।
পরে সন্ধ্যার পরে বহিপাড়া ও কাঠাল মোড়ে গনসংযোগ করেন।
তিনি বলেন,আমি আপনাদেরই সন্তান।আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।। এই এলাকার উন্নয়ন করতে চাই।। আমাকে আপনারা দয়া করে একবারের মত সুযোগ দেন৷
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা খালেদ আলী মিয়ার সন্তান মুঃজালাল উদ্দিন আকবর মুক্তি।
গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ২০১১ সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।