পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিতে রহনপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি


বিশেষ প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিতে রহনপুর এসেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রহনপুর পৌঁছেন।
এসময় তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের বরণ করে নেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা আকতার পারুল ও সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া রহমান।
বরণ করার সময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগারসহ স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও তাঁর সফরসঙ্গীরা দুপুরে খাওয়া দাওয়া করে বিভিন্ন পথসভা ও মিছিলে অংশগ্রহন করেন।
বিকেলে রহনপুর কলোনিস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা জানান রহনপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন প্রমুখ।
সন্ধ্যার পর খোয়ারমোড়ে নৌকার বিশাল পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে নৌকা প্রতীকে ভোট দিন। নৌকায় ভোট দিয়ে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি। রহনপুরের উন্নয়নের স্বার্থে আগামী ৩০ জানুয়ারি গোলাম রাব্বানী বিশ্বাস কে বিজয়ী করুন।