

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত সংবাদের প্রতিবাদ ১১ই ফেব্রুয়ারি দৈনিক সানশাইন ও পদ্মা টাইম নামের নিউজ পোর্টাল থেকে আমার নামে দালাল সিন্ডিকেটের মূল হোতা পিয়ারুল ইসলাম ও শাকিল নামক চিকিৎসার নামে ভুয়া ভিসা দিয়ে রোগীদের পটিয়ে নিয়ে যাওয়া ও হুন্ডি সিন্ডিকেটের কথা উল্লেখ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর নিউজে অসত্য কথা লেখা হয়েছে।
আমি পিয়ারুল ইসলাম কখনোই এমন কাজের সাথে জড়িত ছিলাম না। এমত অবস্থায় আমার ও শাকিলের নাম জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট নিউজ করার কারণে, আমাদের মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে।
এমন বানোয়াট সংবাদের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এসব নিউজ বন্ধ করা না হলে, আমি ও শাকিল ঐসকল নিউজ পোর্টাল ও পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।