

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোকপ্রশাসন বিভাগের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ফাহিমা আক্তার খুশিকে একটি বাইসাইকেল প্রদান করেছেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
রবিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনের চত্বরে প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে বাইসাইকেলটির চাবি হস্তান্তর করেন উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হকসহ সংশ্লিষ্টরা।
বাইসাইকেল পেয়ে ফাহিমা আক্তার খুশি বলেন, ‘বাইসাইকেলটি পেয়ে আমি খুবই আনন্দিত। আমাদের উপাচার্য খুবই আন্তরিক। তবে আমি চাই আমার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিবন্ধী সকল শিক্ষার্থীরা যেনো এমন সুবিধা পায়’।
রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বাইসাইকেলটি দিতে পেরে আমার ভালো লাগছে। আমি ছাত্র উপদেষ্টা কে বলে রেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন সমস্যা গুলো যেনো আমাকে জানানোর হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তা সমাধান করার জন্য’।
উল্লেখ্য, ফাহিমা আক্তার খুশি লোক প্রশাসন বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী।