প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ জানুয়ারি রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর সঞ্চালনায় এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
প্রতিনিধি সভায় আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।