প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে গোমস্তাপুরে আ’লীগের বিশাল আনন্দ র‍্যালি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি, কেক কর্তন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‍্যালি বের করা হয়। আনন্দ র‍্যালি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

আনন্দ র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মু: জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা যুবলীগ লীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারণ আরিফুল ইসলাম জয়সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কেক কর্তন ও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

পোস্টটি শেয়ার করুন