প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রহনপুর ডাকবাংলো চত্বর থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর কলোনীস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। সোখানে পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে কেক কাটা হয়।

আনন্দ র‍্যালি তে উপস্থিত ছিলেন; গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, সাধারণ সম্পাদক মোরসালি আলী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহমেদ সাগর সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক বৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন