

শিবগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে
দোয়া মাহফিল করেছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগ।
আজ জোহরের নামাজের পর স্থানীয় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে বিভিন্ন জিকির,কোরআন তেলোওয়াত ও দোয়া করা হয়।
বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আখতারুজ্জামান সিরাজি, চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাদের, তাহের, বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক রতন রাহাত প্রমুখ।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা তিনি।
পোস্টটি শেয়ার করুন