

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের (৬৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যু কালে তিনি ১ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।