প্রাণের চাঁপাই উৎসবে

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর মহামিলনের ঐতিহ্যবাহী চাঁপাই উৎসব উপলক্ষে কবি এসকে এম হেলাল উদ্দিন এর কবিতা:

প্রাণের চাঁপাই উৎসবে
– এসকে এম হেলাল উদ্দিন

সবার মত আমারও একটা জন্মস্থান আছে
যেখানের আলো বাতাসে প্রথম কেঁদেছিলাম আমি,
আছে আর সবার মত আমারও বেড়ে ওঠার নানা স্মৃতি
আমার চলার চিহ্নগুলো স্মৃতি হয়ে হৃদয়পটে ভাসে অবিরত ।
যদি কেউ জানতে চাই,—-
কোথা হতে এলে তুমি ?

আমি এসেছি —
আমি এসেছি মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি থেকে
আমি এসেছি রাজা লখিনদরের বাসভূমি থেকে।
আমি এসেছি বেহুলার শ্বশুরালয় থেকে
আমি এসেছি চম্পাবতীর রাজধানী থেকে।

আমি এসেছি নাচোলের কৃষক বিদ্রোহ থেকে
আমি এসেছি ইলামিত্রের তেভাগা আন্দোলন থেকে।
আমি এসেছি ভাষা সৈনিক ওসমান গণি ও বাচ্চু ডাক্তারের বুক থেকে
আমি এসেছি মমতাজউদ্দিনের নাটকের সংলাপ থেকে।

আমি এসেছি ——
আমি এসেছি মন্জুর আলম বেগ ও র’নবীর চিত্রকর্ম থেকে
আমি এসেছি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধীর স্মৃতি থেকে।
আমি এসেছি শাহনেমতুল্লাহ্’র শহর থেকে
আমি এসেছি রাজবাড়ী’র প্রাসাদ থেকে ।

আমি এসেছি–
আমি এসেছি মহানন্দার পাড় থেকে
আমি এসেছি পদ্মার ভয়াল ভাঙন থেকে।
আমি এসেছি কাঁসাপিতলের ঝনঝনানি থেকে
আমি এসেছি নকশী কাঁথার ফোঁড় থেকে।

আমি এসেছি রেশমের গুটি পোকার ভেতর থেকে
আমি এসেছি ঐতিহাসিক সোনামসজিদ থেকে।
আমি এসেছি কালাইয়ের রুটির ঘ্রাণ থেকে
আমি এসেছি আমের রাজধানী থেকে ।

আমি এসেছি—-
আমি এসেছি বঙ্গবন্ধুর বাংলার সর্ব পশ্চিমের জেলা থেকে
সবার মত আমিও এসেছি জয় বাংলার বজ্রকন্ঠ থেকে।
এসেছি প্রাণের টানে বহুদূর থেকে-
একটি বছর পরে আবার মিলে যেতে
ঐতিহ্যের পরশা সাজিয়েছি আজ
প্রাণের চাঁপাই উৎসবে ।

পোস্টটি শেয়ার করুন