প্রাধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মতিহার হল ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার হলের প্রাধ্যক্ষ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মুসতাক আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মতিহার হল ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন; মতিহার হল ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, সহ-সভাপতি পারভেজ হোসেন, নূর সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম ইসলাম নিলয়, মোঃ সাদবিন মুকুল সাইফ, ডালিম মির্জা, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম সাকিব।

মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা বলেন; আর কয়েকদিন পরেই রমজান। হলের ডাইনিং ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের উন্নত খাবার দেওয়ার জন্য স্যারের সাথে আলোচনা করি। এছাড়া হলের ডাইনিং ও ক্যান্টিন খোলা রাখার সময় বাড়ানোর জন্য বলেছি। মতিহার হল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীবান্ধব। আমরা সাধারণ ছাত্রদের জন্য কাজ করবো।

পোস্টটি শেয়ার করুন