নিজস্ব প্রতিবেদক: সকলের জন্য ব্যাংকিং অধিকার নিশ্চিত করতে, গ্রামীন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, উদ্যোক্তা এবং খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রাজশাহীতে ব্যাংক এশিয়া লিমিটেডের ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে ২২০ জন প্রান্তিক নারী কৃষক ও খামারিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।
ব্যাংক এশিয়া লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমআর ও ক্যামেলকো মোঃ জিয়াউল হাসান মোল্লা স্যারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মির্জা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার মোঃ আক্তার হোসেন, ব্যাংক এশিয়া লিমিটেড এর এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান মাসদার হোসেন, শাহানাজ আক্তার শাহীন হেইফের ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর নুরুন নাহার, রাজশাহীর শাখা প্রধান তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের শাখা প্রধান মোঃ একরাম হোসেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রথম পর্যায়ে আজ ২২০ জন নারী উদ্যোক্তা কৃষক এবং খামারিদের মাঝে ০১ কোটি ৮০ লক্ষ টাকা ৪% মুনাফায় ঋণ বিতরণ করা হয়।