

মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনে ফের রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নর্থ ক্যারোলাইনার শারলটে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেয় রিপাবলিকানরা।
এছাড়া তার রানিং মেট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন মাইক পেন্স। করোনার কারণে সীমিত পরিসরে ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছে। কনভেনশনের প্রথম দিনে ৩শ ৩৬ রিপাবলিকান উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর বক্তব্য রাখেন ট্রাম্প।
এ সময় আসন্ন নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে জালিয়াতি করতে ডেমোক্র্যটরা করোনা ইস্যুকে ব্যবহার করছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে পুরো যুক্তরাষ্ট্রে লকডাউন দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেবেন বলে অভিযোগ করেন ট্রাম্প।