প্রয়োজনে কূটনীতিকদের অফিস ঘেরাও করা হবে ; মানববন্ধনে হুশিয়ারি সাংবাদিক সমাজের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপ এবং দেশের সাংবাদিক নামধারী কিছু লোকের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

সাংবাদিক নেতা লায়েকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন; জাতীয় প্রেস ক্লাবের সদস্য রহমান মোস্তাফিজ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা মানিক লাল ঘোষ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শাহজাহান সাজু, রাজু শিকদার, জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

নেতারা বলেন, যেসব বিদেশি কূটনীতিক শিষ্টাচার বহির্ভূতভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছেন অনতিবিলম্বে তারা অপতৎপরতা বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের দূতাবাস ঘেরাও করতে বাধ‍্য হব। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ কারো দয়ার দান নয়। একাত্তর সালেও এই মার্কিনিরা বাংলাদেশের বিরোধী ছিল কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম।

তারা বলেন, মার্কিনিরা আজ মানবাধিকারের কথা বলে কিন্তু প‍্যালেস্টাইনে তাদের ভূমিকা কি। আপনারা বাংলাদেশর মানুষকে চিনতে ভুল করছেন। আমরা সেই বীরের জাতি যারা ব্রিটিশবিরোধী আন্দোলনে ৫৪ হাজার মানুষ জীবন উৎসর্গ করেছি। আমাদের নিয়ে বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না।

দেশীয় ষড়যন্ত্রকারী সাংবাদিকদের উদ্দেশে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কথা বলার জন্য ডেকে এনে সুযোগ করে দিচ্ছেন। দেশে মৌলবাদী রাজনীতি ডেকে আনতে চাইছেন, মনে রাখবেন একাত্তরেও আসকার ইবনে শায়েকরাও নিজেদের বিজয়ী ভাবত। এখন কিন্তু ঘৃণাভরে তাদের নাম উচ্চারণ করে। এসব ষড়যন্ত্র থেকে বিরত না হলে সমুচিত জবাব দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন