ফিলিং অটোমেশন করছে এলপিজিএল, সক্ষমতা বাড়বে আড়াইগুণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: সক্ষমতা বাড়বে আড়াইগুণ, ব্যয় হবে ১০ কোটি টাকা। ৬ মাসের মধ্যে অটোমেশন যন্ত্রপাতি সংযোজন এরইমধ্যে ইতালি, জার্মানি ও ফ্রান্স ভিত্তিক তিনটি প্রতিষ্ঠান প্রস্তাবনা জমা দিয়েছে।

এক সময়ে যে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভাবে পুড়িয়ে ফেলা হতো, এখন সেই গ্যাসেই কোটি কোটি টাকা আয় করছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠার ৪৪ বছর পর বোতল ফিলিং অটোমেশন করতে যাচ্ছে এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)। এর ফলে বর্তমান সক্ষমতার আড়াইগুণ বেশি বোতল রিফিল করতে পারবে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে অটোমেশন যন্ত্রপাতি সংযোজন সম্ভব হবে বলে জানিয়েছে এলপিজিএল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের একমাত্র রাষ্ট্রীয় পেট্রোলিয়াম জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) প্রতিষ্ঠার পর প্লান্টে উপজাত হিসেবে পাওয়া এলপিজি পুড়িয়ে ফেলা হতো। ইস্টার্ন রিফাইনারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার প্রায় ১০ বছর পর এলপিজি প্রক্রিয়াজাত করে বিপণনের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে গঠন করা হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)।

ওই বছরই চালু হয় পতেঙ্গায় স্থাপিত বর্তমান প্লান্টটি। এরপর ইআরএল থেকে পাওয়া এলপিজি বোতলজাত করে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পাানির মাধ্যমে বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বাজারজাতকরণে যুক্ত হয় স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)।

সেই ১৯৭৮ সালের। গত ৪৪ বছর ধরে একটি মেশিনে রিফিল করে এলপিজি সরবরাহ করে আসছি। তবে বর্তমান পরিস্থিতিতে বোতল রিফিল কার্যক্রম অটোমেশন করার প্রক্রিয়া হাতে নিয়েছি। এতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হবে। অটোমেশনের আওতায় ২৪টি ক্যারোজাল (রিফিল মেশিন) সংযোজিত হবে। পাশাপাশি আনুষঙ্গিক ভৌত কাঠামোরও পরিবর্তন করা হতে পারে।

তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারিতে আগে গড়ে দৈনিক ৪০ টন এলপিজি উৎপাদিত হতো। তবে বর্তমানে সেখানে দৈনিক ৬০ থেকে ৮০ টন পর্যন্ত এলপিজি উৎপাদিত হচ্ছে। এসব এলপিজি নির্ধারিত সময়ে বোতলজাত করতে হয়। অন্যথায় ইস্টার্ন রিফাইনারির কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

এ অবস্থায় এলপিজি রিফিল প্রক্রিয়া অটোমেশনের জন্য প্রস্তাবনা আহ্বান করেছি। তিনটি প্রস্তাবনা জমা হয়েছে। প্রস্তাবনাগুলো বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই অটোমেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

পোস্টটি শেয়ার করুন