বগুড়ায় পর্নোভিডিও (ব্লুফিল্ম) তৈরির সরঞ্জামসহ দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-১২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বগুড়া শহরেই পরস্পরের সাথে যৌনসঙ্গম করে পর্নোভিডিও (ব্লু ফ্লিম) তৈরি করে প্রকাশ করতো বিশ্বের প্রথম সারির পর্ণো সাইট Xhamstar ও Xxxnsc এর মাধ্যমে। অবশেষে দুই নারীসহ তিনজনকে আটক করে র‍্যাব-১২। এসময় তাদের কাছে থেকে পর্নোগ্রাফি তৈরির বিভিন্ন সরঞ্জামসহ সাইট গুলোর সাথে পর্নোভিডিও (ব্লু ফ্লিম) তৈরির ১৫ পাতার চুক্তিপত্রও উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ সুত্র জানায়; ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ০৭ নং ওয়াডের রায় বাহাদুর রোড জলেশ্বেরী তলা ডেকান্স টাওয়ার এর ১০ম তলার ১০ এর ডি বাসায় এবং বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভাস্থ ০৯ নং ওয়ার্ড রিয়াজ উদ্দিন কাজী লেন সুত্রাপুর সাকিনস্থ রানী মহল নামীয় বিল্ডিং এর ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাট পৃথক অভিযান চালিয়ে পর্নোগ্রাফি (ব্লুফিল্ম) ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ০২ জন নারীসহ ০৫ জনকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে পর্নোগ্রাফি (ব্লুফিল্ম) ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ০২ টি ল্যাপটপ, ০২ টি পেনড্রাইভ, ০২ টি আলোক সজ্জা লাইট, ০১ টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ০১ টি সাউন্ড বক্স, ০১ টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম পেনিস, ০১ টি চার্জার ব্যাটারী, ০২ টি এলইডি লাইট, ০৮ টি মোবাইল ফোন, ১৫ (পনের) পিছ ইয়াবা এবং পর্নোগ্রাফি তৈরী সংক্রান্তে নিয়োগের শর্তবলী চুক্তিনামা কাগজপত্র ১৫ পাতা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: নওগাঁ রানীনগর উপজেলার কালিগ্রামের মোঃ আতাউর রহমান @ রানা (৪০), বগুড়া সদর উপজেলার সাপগ্রাম মধ্যপাড়া গ্রামের মোঃ স্বপন (৩৯) এবং বগুড়া আদমদীঘি উপজেলার কয়া কুন্টি গ্রামের মোঃ হানিফ প্রামানিক (২৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং মাদক আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন