বগুড়ায় বাসচাপায় পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে র‍্যাব-১২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

ট্রিবিউন ডেস্ক : গত ২৬ জানুয়ারি বগুড়া জেলা র শেরপুর উপজেলায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাস চাপায় সিএনজি চালকসহ, ৫ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মো: সাইফুল ইসলাম কে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

১৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে তাকে আটক করা হয়।

গত ২৬ জানুয়ারী ২০২২ ইং তারিখ বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকায় সিএনজি চালানোর সময়হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে এসে সিএনজি র সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক বাবুল প্রামাণিক সহ ৫ জন মারা যায়। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে নিহত সিএনজি চালকের ছেলে বাসচালকের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ৪০। সেই সাথে ভুক্তভোগী পরিবার র‍্যাব-১২ এর কাছে চালককে গ্রেফতারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।  

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনা মোতাবেক র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একতা হোটেলের সামনে পলাতক এই বাস চালককে গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুন