বগুড়ায় সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ বগুড়ার শাহজাহান পুরে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলোঃ সোহরাব আলী(২৬), সে সিলেট বিশ্বনাথ পুর থানার কাদিরপুর গ্রামের মৃত আসকন্দর আলীর ছেলে। অপরজন: মো: মামুন মিয়া(৩৫), সে ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মালু মিয়ার ছেলে।

র‍্যাব-৫ জানায়; ৬ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে বগুড়া শাহজাহান পুর থানার বেতগাড়ী এলাকায় কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এর নেতৃত্বে অভিযানে বাঁশের ঝুড়িতে বিশেষ কায়দায় রাখা ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লা সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে শাহজাহান পুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন