

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কর্তন করে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনন্দ র্যালী বের ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, আলিনগর ইউনিয়ন শাখার সভাপতি সাঈদ আব্দুল্লাহ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জামিদুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন; বীর মুক্তিযোদ্ধা জনাব বাহার আলি (কমান্ডার), গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক জিন্নাউল আওয়াল, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোঃ সালেহ্, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আলিনগর ইউনিয়ন শাখার সভাপতি মশিউর রহমান বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্য সজীব আলী, আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আলিনগর স্কুল ও কলেজ ছাত্রলীগের আহবায়ক নাসিম আলী, যুগ্ম আহবায়ক সজীব আলী এবং যুগ্ম আহবায়ক অমর্ত্য সেন।