বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজশাহী জেলা ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাজশাহী জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর রাজশাহী নগরীর হেতেম খাঁ’য় অবস্থিত ছোটমনি নিবাসে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এর আগে সকালে আনন্দ র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করে জেলা ছাত্রলীগ।

উল্লেখ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতার এই জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

পোস্টটি শেয়ার করুন