বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদকঃ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। স্থানঃকলেজ প্রাঙ্গণ।
পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ কর্মসূচি।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মুরসালিন হোসেন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন; সহ- সভাপতি মুক্তাদির রহমান, মুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোক্তাদি হাসান,ফরহাদ আলিসহ অন্যান