বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ রোপণ ও বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ছাত্রলীগ।

সোমবার বিকেলে ‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের অন্তর্গত পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ করে নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিজভী আলম রানা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের , সহ-সভাপতি ইমন পাশা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক জুলকার নাইম,গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ রেজা, উপ- পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক মুক্তাদির, সদস্য মেহেদি হাসান শুভ,দুর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ অালী,উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজিম,পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম , সাবেক ছাত্রনেতা সাব্বির ও আব্দুল মালেক প্রমুখ।
উল্লেখ্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ করে যাচ্ছ।

পোস্টটি শেয়ার করুন