বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ “মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান” প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ।

আজ মঙ্গলবার রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী মহানগরীর ৪ নং ওয়ার্ডে পদ্মা নদী সংলগ্ন বাঁধের বিভিন্ন স্থানে ২০টি চারাগাছ লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,রাজশাহী মহানগর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য সুকান্ত দাস স্বপ্ন, রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বিপ্লব, সার্জিল আরিফ রক্তিম,মহানগর ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান রিয়াদ, মহিদুল ইসলাম,আবির আহমেদ সিজারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ করে যাচ্ছে রাজশাহী কলেজ ছাত্রলীগ।’
এছাড়াও তিনি রাজশাহী কলেজ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অন্তত তিনটি করে গাছ লাগানো র আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন