বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাহিদ শিকদারের শ্রদ্ধা নিবেদন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার ১৩ জুন বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডা: সাইফ জামান আনন্দের নেতৃত্বে শহরের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের সভাপতি – সাধারণ বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ নতুন সভাপতি নাহিদ শিকদারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য; গত ১২ জুন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার রুবেলকে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

পোস্টটি শেয়ার করুন