বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

রাজশাহী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র উচ্ছেদ ও ভাস্কর্য বিরোধীতাকারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

পোস্টটি শেয়ার করুন