বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,ছাত্রলীগ এর প্রত্যেকটি নেতাকর্মীর শিক্ষাগ্রহণ যেমন প্রিয় ঠিক তেমনি দেশের যেকোনো ক্লান্তিলগ্নে রাজপথে থেকে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রস্তুত। আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলব।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন,কাজী লিংকন, মো: রাসেল, তৌহিদ মোরশেদ,ফারুক হাসান,গোলাম সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, সরকার ডন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু,এনায়েত রাজু, ইমতিয়াজ আহমেদ,কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক সৌমিত্র কর্মকার রানা, উপ-স্কুল বিষয়ক সম্পাদক, সোহাগ বিল্লাহ , ছাত্রলীগ কর্মী শাকিল কাবিরুজ্জামান,তামাম মেহেদি প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
প্রসঙ্গত,কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।