বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রহনপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর‌ রহমানের ভাস্কর্য মৌলবাদীদের হামলায় ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ রহনপুর পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস,রহনপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক যুবলীগ নেতা শিমুল আহমেদ চঞ্চল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমুখ।

এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট একই দাবিতে মানববন্ধন করে।

পোস্টটি শেয়ার করুন