বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ডেস্ক নিউজঃ রাজশাহী মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং সোনাদীঘির পাশে কেন্দ্রীয় শহীন মিনার নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন