বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগষ্ট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতালের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দীন বাবলু, ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের সেলিনা বিশ্বাস, ডা. নাদিম সরকার ও ডা. ইসমাইল হোসেন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীতে ১০ জন রক্তদান করেন।

পোস্টটি শেয়ার করুন