বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ডাঃ অর্ণা জামানের খাবার বিতরণ
ট্রিবিউন ডেস্ক: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
বুধবার (৩১ আগস্ট) দুপুর দেড়টায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য ও রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লব রাজশাহী কলেজ এর সামনে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ডা. অর্ণা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ডা: সিরাজুম মুবিন সবুজহ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম হাসান সহ বিভিন্ন ওয়ার্ড, থানা, কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ।