বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ


নিজস্ব প্রতিবেদকঃ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সূবর্ণজয়ন্তীর প্রাক্কালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী সকালে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ বাসযোগে রওনা দেন।
দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতিরপিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রলীগ।
শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন