বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে নাচোল উপজেলা আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাই নবাবগঞ্জ নাচোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে।
আজ রবিবার সকালে নাচোল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করা হয়।
পরে একটি র্যালী নিয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আবুল হোসেন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক জাবির উল ইসলাম, আওয়ামী লীগ শামীম হোসেন,নাচোল পৌরসভার প্যানেল মেয়র ফারুক আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
পোস্টটি শেয়ার করুন