বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে: ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন


ট্রিবিউন ডেস্কঃ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে’ এই আহ্বান জানিয়ে দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন এর মহাসচিব ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন।
১৪ এপ্রিল, বৃহস্পতিবার বাঙালি জাতির প্রানের উৎসব নববর্ষ ছিল। এবারে পঞ্জিকার পাতায় ১৪২৯ এ পদার্পন করলো বাংলা সাল। উক্ত দিবস উপলক্ষে দেসবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বার্তা জানান ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন।
তার ব্যক্তিগত ফেইসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান তিনি। উক্ত বার্তার মাধ্যমে তিনি বলেন, “নববর্ষের মাধ্যমে জাতির উন্নয়নের শুভ সূচনা সূচিত হোক।জাতির এই সময়ে এসে আমাদের প্রত্যেকের উচিত দেশের জন্য কাজ করা।”
মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ গড়ে তুলছে তাতে আমাদের প্রত্যেককে নিজ জায়গা থেকে অংশ নিতে হবে। সর্বোপরি,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে যাতে করে কেউ অভুক্ত না থাকে।”
উক্ত বার্তার মাধ্যমে দেশ বাসীর শান্তি কামনা করেন তিনি।