

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
আজ দুপুর ১২ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
এরপর তিনি দুপুর ১ টার দিকে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য ডা: আব্দুল মান্নান, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড: ইসমত আরা, রাজশাহী মহানগর মহিলা আওয়ামিলীগের সভাপতি সালমা রেজা, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন বাচ্চু,রাজশাহী মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিন,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, সাংগঠনিক সম্পাদক সবুজ, রাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সরকার ডন,সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কর্মকার রানা, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি সিয়াম,যুগ্ম-সম্পাদক বিপ্লব সহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।