

ট্রিবিউন ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এ রাজশাহী জেলায় চাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। শিক্ষার্থীদের এই সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বুধবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থী ক্রিকেটারদের অভিনন্দন জানান ও আগামীতেও তারা আরো সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্রিকেটারদের মিষ্টিমুখ করান।

বর্ণাঢ্য আনন্দ র্যালি
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমসহ শিক্ষকবৃন্দ।