বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রাবি স্কুল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এ রাজশাহী জেলায় চাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। শিক্ষার্থীদের এই সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

বুধবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থী ক্রিকেটারদের অভিনন্দন জানান ও আগামীতেও তারা আরো সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্রিকেটারদের মিষ্টিমুখ করান।

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমসহ শিক্ষকবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন