বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে রাবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আজ ৮ আগষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়েরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ডা:আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহফুজ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত রাজু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিব, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সৌমিত্র কর্মকার রানা প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন