রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে ঝটিকা অভিযান চালিয়ে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারসহ ১ জনকে আটক করেছে র্যাব।
ট্রেনটিতে ভ্রমণকারী পশ্চিম রেলের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের পোস্ট থেকে তথ্য জানা গেছে।
তিনি তার পোস্টে লিখেছেন, ২৮ নভেম্বর সরকারী কাজে তিনি বনলতা ট্রেনে ঢাকা যাচ্ছিলেন। জয়দেবপুরে কিছু লোক জোর করে ট্রেনটিতে উঠতে চাইলে তাঁদের বাঁধা দেয়া হয়। পরে জানতে পারেন তারা র্যাবের সদস্য, তাঁরা ছদ্মবেশে ট্রেনের মধ্যে অভিযান চালাবেন। পাঁচ মিনিটের মধ্যে তাঁরা টার্গেট শনাক্ত করে ২ টি বোমা সাদৃশ্য কালো পুঁটলিসহ বহনকারী ব্যক্তিকে ধরে ফেললেন।
তিনি র্যাবের নিকট জানতে পারেন, পুঁটলিতে নাকি মহামূল্যবান নেশা জাতীয় দ্রব্য আছে। পরীক্ষার পরে বোঝা যাবে। অচিন্তনীয়! আমরা তো বিস্ময়ে হতবাক।