বন্যার্তদের জন্য রাসিক মেয়রের পাঠানো খাদ্য সামগ্রী সিলেট ও সুনামগঞ্জের ডিসির নিকট হস্তান্তর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বন্যার্তদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর পাঠানো ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী সিলেট ও সুনামগঞ্জে পৌছে দেওয়া হয়েছে।

রাসিক মেয়রের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ দুই জেলার জেলা প্রশাসকের নিকট খাবার হস্তান্তর করেন।

এরআগে বুধবার সন্ধ্যায় নগর ভবন থেকে তিনটি ট্রাকে খাদ্য সামগ্রী পাঠানো হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।

সিলেটের বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী বৃহস্পতিবার সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসক প্রদান করা হয়।

রাসিক মেয়রের পাঠানো খাদ্য সামগ্রীর ২১০০ প্যাকেট গ্রহণ করেন- সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)ও জেলা ত্রান সম্বন্বয়কারী মিজ ইয়াসমীন নাহার রুমা, জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী প্রদান করেন রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজা শামসুজ্জামান স্বপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সান্তুনু দত্ত, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজাদুর রহমান।

এদিকে একইভাবে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। রাসিক মেয়রের পাঠানো ২৯০০ প্যাকেট খাদ্য সামগ্রী গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, এডিএম আনোয়ারুল হামিম, সহকারী কমিশনার শিল্পী রানী, মাহবুব আলম, ফজলে রাব্বী চৌধুরী, সম্রাট হোসেন, মেহেদী হাসান, দীপংকর বর্মন প্রমুখ।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ত্রান কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন