বরেণ্য কলামিস্ট ও সাংবাদিক গাফফার চৌধুরীর মরদেহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
ট্রিবিউন ডেস্কঃ কিংবদন্তি সাংবাদিক, জনপ্রিয় কলামিস্ট, শক্তিমান প্রাবন্ধিক, সাহিত্যিক ও মহান একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’র রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার দুপুরে জাতীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ আজ শনিবার দেশে আনা হয়েছে।
জাতীয় শহীদ মিনারে সর্বজনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য
বাংলাদেশ আওয়ামী লীগের পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত রাখা হয়, সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সহ-সভাপতি নির্মল চ্যার্টাজি, শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, কাজী মোয়াজ্জেম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আজীম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটুসহ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের সম্পাদক মন্ডলী, উপ সম্পাদকবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পরিষদের সদস্যবৃন্দ।