বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ ১৫ নভেম্বর রবিবার সকালে তিনি জাদুঘরের গ্যালারিসমূহ ঘুরে দেখেন ও সেখানে রাখা দর্শনার্থী বইতে লেখা মন্তব্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঐতিহাসিক এসব সংগ্রহ পদ্ধতিগতভাবে সংরক্ষণের জন্য ধন্যবাদ জানান।

পরে মন্ত্রী জাদুঘর গ্রন্থাগার পরিদর্শন করে এর সংগ্রহ সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন। তিনি গ্রন্থাগারের জন্য তাঁর লেখা ও সম্পাদিত কয়েকটি বই উপহার দেন।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, জাদুঘরের পরিচালক এ আর এম আব্দুল মজিদ প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দুইদিনের সরকারি সফরে গতকাল রাজশাহী আসেন।সফরে শেষে আজ বিকেলে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন।

পোস্টটি শেয়ার করুন