বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী, কেক কাটা ও আলোচনা সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ।
২৭ ফেব্রুয়ারি সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলহাজ্ব মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক, শান্তনা হক শান্তা প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোসাঃ হালিমা খাতুন।
আলোচনা সভা শেষে কেক কাটার পর বর্ণাঢ্য আনন্দ র্যালী, শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।