চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ২৩ জুন এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আলোচনা সভা, কেক কর্তন এবং দোয়া ও এক মিনিট নিরবতা পালন কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও ডাঃ গোলাম রাব্বানী যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দীন আহমেদ এম.পি, অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এছাড়াও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনকের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ এর নেতৃত্বে শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে যোগদান করে।

ক্ষমতাসীন দলটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

পোস্টটি শেয়ার করুন