ট্রিবিউন ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরেই বাংলাদেশের মানুষের জন্য এই শিরোপা উৎসর্গ করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
বুধবার (২১ সেপ্টেম্বর) নেপাল থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’
________ছবি: আরটিভি_______
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নারী ফুটবল দল। বিমানবন্দরে দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরপর বিমানবন্দরে দলের জয় উদযাপনে কেক কাটা হয়।
বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নারী ফুটবল দল বলেছে, ‘আমাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য এমন একটি উষ্ণ অভ্যর্থনা আয়োজনের জন্য আমরা মন্ত্রী মহোদয় ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এর জন্য প্রধানমন্ত্রী ও কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।’
________ছবি: আরটিভি_______
আজ সাফ বিজয়ী মেয়েদের বরণ করতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-সমর্থক। সমর্থক, সংবাদকর্মীদের ভিড়ে ধাক্কাধাক্কির শিকার হন নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড়। ভিড়ের কারণে শেষ পর্যন্ত বিমানবন্দরে নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করতে হয়।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাফজয়ী দলকে নিয়ে ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের উদ্দেশে যাত্রা শুরু হয়।