বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম আতিক

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক।
শুভেচ্ছা বার্তায় আতিকুল ইসলাম আতিক বলেন,’মহামারী করোনার মাঝে ত্যাগ ও মহিমার পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রয়োজন ব্যতীত ঘরে থেকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন। বাইরে গেলে সামাজিক দুরত্ব বজায় রাখুন।
সার্বজনীন উৎসব হিসেবে সকল ভেদাভেদ ভুলে আসুন ঈদের আনন্দে মেতে উঠি। ”
শুভেচ্ছা বার্তায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী যেন করোনা ভাইরাস থেকে মুক্ত থেকে থাকেন সেই জন্য প্রার্থনা করেন আতিকুল ইসলাম আতিক।
পোস্টটি শেয়ার করুন