

ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা – ২০২২ উপলক্ষে আগত ভারত সরকারের মন্ত্রীসহ সাংস্কৃতিক প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসেন।
সোমবার বেলা ১১টায় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত হলে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁদের স্বাগত জানান।
প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তাঁরা শহীদ স্মৃতি সংগ্রহশালাও পরিদর্শন করেন।
পরে প্রতিনিধি দলটি শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় প্রতিনিধি দলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায় চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ Bangladesh@50 উপহার দেন
সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুল আরেফিন। এসময় ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক উত্তরীয় প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা মোঃ তারেক নুর, বিভিন্ন অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য; চার দিনব্যাপী বাংলাদেশ – ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা – ২০২২ এর আজ শেষ দিনে ভারতীয় প্রতিনিধি দল রাবি পরিদর্শন শেষে রাজশাহী জেলার তাহেরপুর দূর্গা মন্দির, বাঘা শাহী মসজিদ ও দরগা পরিদর্শন করেন।

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২
(২৫-২৮ ফেব্রুয়ারি)