বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের মৃত্যুতে জাকিরুল ইসলাম সান্টুর শোক প্রকাশ


রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান নজরুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু।
সোমবার এক শোক বার্তা তিনি শিক্ষক নজরুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
জাকিরুল ইসলাম সান্টু বলেন,” তিনি একজন ত্যাগী রাজনীতিবিদ ছিলেন,ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শিক্ষক নজরুল ইসলামের মৃত্যুতে বাগমারার শিক্ষা ও রাজনীতিতে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
ক্যান্সারে আক্রান্ত শিক্ষক নজরুল ইসলাম সোমবার দুপুর ২ টায় বাগমারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন), মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনী ব্যক্তিবর্গকে রেখে গেছেন।